মেসি-স্বপ্ন পূরণের অপেক্ষায় জ্যামাইকা

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ও জ্যামাইকা মুখোমুখি হবে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অতিথি দল হিসেবে খেলতে আসা জ্যামাইকা কোথায় প্রতিপক্ষকে সামলানোর নকশা আঁটবেন, তা না করে তারা মেসিতেই বুঁদ হয়ে রয়েছেন। মেসির সঙ্গে একই মাঠে খেলার স্বপ্নে রোমাঞ্চিত জ্যামাইকান তারকা রোডলফ অস্টিন এমনটাই জানিয়েছেন। মেসির মুখোমুখি হওয়াটাকে তিনি স্বপ্ন-পূরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

টানা চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির বিপক্ষে খেলার জন্য তর সইছে না বলে জানান অস্টিন।

রোডলফ অস্টিন বলেন, ‘অবশ্যই আমার স্বপ্ন-পূরণ হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সতীর্থরা মেসির বিপক্ষে একই মাঠে খেলবো-এটা নিয়ে বেশ রোমাঞ্চিত।’
এরপর তিনি বলেন, ‘(মেসির সাথে খেলতে পারা) এটি সবার জন্যই আনন্দের। আমাদের লক্ষ্য হলো মাঠে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলা।’

মেসির প্রশংসা করে অস্টিন বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, অসাধারণ ফুটবলার। ব্যক্তি হিসেবেও সে দারুণ। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে সে মাঠে বরাবরই বিনয়ী। আমাদের লক্ষ্য হলো তার এবং দলের আরো ১০ জনের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলা।’

প্রসঙ্গত, গ্রুপ পর্বের দুই ম্যাচে টানা হেরে কোপা আমেরিকার অতিথি দল জ্যামাইকার বিদায় এক প্রকার নিশ্চিত।



মন্তব্য চালু নেই