মেয়েকে হারিয়ে ন্যান্সির অশ্রুভেজা গান

তৃতীয়বারের মতো মা হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। কিন্তু জন্মের ১৭ দিনের মাথায় মারা যায় তার শিশুকন্যাটি।

গত ২১ মে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় ন্যান্সি কন্যা আলীনা জাফরীন। মেয়েকে গর্ভে নিয়ে একটি রাগাশ্রয়ী গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন তিনি।

এবার প্রকাশ হলো তার সেই গান, যা সদ্য প্রয়াত আলীনা জাফরীনকে উৎসর্গ করেছে সংশ্লিষ্টরা।

ন্যান্সির নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বলেই’ থেকে নেয়া হয়েছে গানটি। আহমেদ রিজভীর কথায় ‘বৃষ্টিবিহীন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন।

ভিডিওটি তৈরি করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী। ২২ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি।

‘বৃষ্টিবিহীন’ গানটির বিষয়ে সুরকার শফিক তুহিন জানান, ন্যানসি গানটিতে যখন কণ্ঠ দেন এবং ভিডিও’র শুটিং করেন তখন আলফিনা জারিন তার গর্ভে ছিল।

মাত্র ১৭ দিন বয়সে মারা গেল নিষ্পাপ শিশুটি। এ গানটি তাকেই উৎসর্গ করা হয়েছে।



মন্তব্য চালু নেই