মেয়েদের আঁটসাঁট পোশাকে ২৫ ডলার জরিমানা

কখনো গলা কেটে খুন আবার কখনো জ্যান্ত পুড়িয়ে হত্যা। আইএস জঙ্গিদের নৃশংস হত্যালীলার এমন ছবি আগেই দেখেছে গোটা বিশ্ব। আর এবার নয়া ফরমান জারি করল তারা। দাড়ি কাটলেই পুরুষদের ১০০ ডলার জরিমানা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। নিস্তার নেই নারীদেরও। আঁটসাঁট পোশাক পরলে দিতে হবে ২৫ ডলার।

স্থানীয় সংবাদ সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, গত ছয় মাস ধরে নতুন নতুন কর আরোপ করেছে আইএস। অর্থনৈতিক সংকট মেটাতেই এই নতুন নতুন ফরমান জারি বলে জানা গেছে।

আর কী কী কারণে জরিমানা দিতে হবে? তার তালিকাও দীর্ঘ। মুখ ঢাকা না থাকলে নারীদের ১০ ডলার অথবা খাঁটি এক গ্রাম সোনা জরিমানা হিসেবে দিতে হবে। এমনকী মোজা না পরলে ৩০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে তাদের। ফতোয়া ধূমপানেও। সিগারেট উদ্ধার হলে পুরুষদের ৪৬ ডলার ও নারীদের ২৩ ডলার দেওয়ার বিধান দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই