‘মেয়েদের চুমু খেলে ও গর্ভবতী করলেই ভক্তরা খুশি’

‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে ৮ মার্চ (মঙ্গলবার) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এরইমধ্যে নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করে আলোড়ন তুলেছেন তেলেগু অভিনেতা ও বিধায়ক এন বালকৃষ্ণ।

ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন ‘সাবিত্রী’ নামে একটি তেলেগু ছবির অডিও সিডি উন্মোচন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই বালকৃষ্ণ নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

নিজের ভক্তদের সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বালকৃষ্ণ বলেন, ‘সবসময় চেষ্টা করেছি বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে। বহু চরিত্রে এখনও পর্যন্ত অভিনয় করেছি। আমি যদি শুধু নায়িকাদের পেছনে ছুটতাম, তা হলে ভক্তরা খুবই হতাশ হতেন। আমি কোনও মেয়েকে চুমু খাচ্ছি বা তাদের গর্ভবতী করছি, সেটাই ওদের ভীষণ পছন্দ।’

এরপরেই সমালোচনার ঝড় উঠে ৫৬ বছরের ওই অভিনেতাকে ঘিরে। তবে হিন্দুপুর কেন্দ্রে তেলেগু দেশম পার্টির বিধায়ক জানিয়েছেন, ‘নারীদের তিনি যথেষ্ট সম্মান করেন। কাউকে অসম্মান করতে ওই মন্তব্য করেননি। তাতে যদিও ক্ষোভ প্রশমিত হয়নি। শেষ পর্যন্ত অবশ্য ক্ষমা চেয়েছেন ওই অভিনেতা। সূত্র: জিনিউজ



মন্তব্য চালু নেই