মোদির চেয়ে জনপ্রিয় ইউনুস

জনপ্রিয়তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব মুহম্মদ ইউনুস। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের(ডব্লিউইএফ) এক জনমত জরিপে এ তথ্য সামনে এসেছে। বিশ্বের সবচেয়ে পছন্দের ব্যক্তিত্বদের তালিকায় দশম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস ওঠে এসেছেন নবম স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা।

বিশ্ব জুড়ে ১২৫টি দেশের ২৮৫টি শহরে এই সমীক্ষা চালিয়েছে ইকোনমিক ফোরাম। বিশ থেকে ৩০ বছর বয়সী ১০৮৪ জনের মধ্যে চালানো সমীক্ষায় মোদি পেয়েছেন মোট তিন শতাংশ ভোট। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীও। তাকে পছন্দ করেছেন জরিপের ১২.৪ শতাংশ মানুষ। অন্যদিকে তালিকায় এক নম্বরে থাকা ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন ২০.১ শতাংশ মানুষ।
সেরা পছন্দনীয় ব্যক্তিদের তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পাঁচ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছয় এবং অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টেভ জবস রয়েছেন আট নম্বর স্থানে।



মন্তব্য চালু নেই