মোদির নিরাপত্তায় ডিএমপি-র রুদ্ধদ্বার বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানীর সব ডিসি, এডিসি, এসি ও ওসিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বৈঠকে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়।

বৃহস্পতিবার বিকেল চারটায় ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম।

তিনি বলেন, ‘মোদির সফরকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান, গণভবন থেকে বঙ্গভবন, সাভার স্মৃতি সৌধসহ যেসব জায়গা তিনি পরিদর্শন করবেন, সেসব জায়গায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ নজরদারির পাশাপাশি, এসব জায়গায় পুলিশের একাধিক টিম থাকবে। গোয়েন্দা সংস্থার লোকজন এরই মধ্যে ছদ্মবেশে মাঠে নেমেছে।’

তিনি আরো বলেন, ‘মোদি যে জায়গায় থাকবেন সেখানে পুলিশের ট্রাফিক বিভাগ, অপরাধ বিভাগ ও প্রটেকশন বিভাগ একত্রে কাজ করবে। অনেক জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণসহ ডাইভারশনও দেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের নিরাপত্তা বাহিনীর কাজ কী হবে- তা বলতে পারব না। তবে তাদের একটি টিম আছে এবং আরো একটি টিম মোদির সঙ্গে আসবে।’



মন্তব্য চালু নেই