‘মোদি আসছেন এদেশের স্বার্থবিরোধী তৎপরতার জন্য’

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে একটি উৎসব তৈরির চেষ্টা চলছে। আসলে মোদি উৎসব হচ্ছে হাসিনা সরকারের উৎসব। সত্য কথা হচ্ছে, মোদি বাংলাদেশে আসছেন এদেশের জনগণের স্বার্থবিরোধী তৎপরতার জন্য।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বিকেলে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমাবেশে তিনি এ সব কথা বলেন। সংগঠনটি গণতান্ত্রিক বাম মোর্চাভুক্ত।

আয়োজক সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেন লাল্টু বলেন, ‘রামপালের অনেক দূরে আমরা বাগেরহাট শহরে সমাবেশ করতে চেয়েছি, অথচ পুলিশ তাতে বাধা দিয়ে মঞ্চ ভেঙে দেয়। এর একটাই কারণ, এ সরকার জনগণের মতকে তোয়াক্কা করে না, ভয় পায় না।’

মোদির বাংলাদেশ সফরে গোপন কোনো চুক্তি হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘মোদির সঙ্গে যে চুক্তি হবে তা জনগণকে জানিয়ে করতে হবে, গোপন করে না।



মন্তব্য চালু নেই