মোশাররফ করিমের ‘মেঘবালিকা’ কলকাতার পাখির সাথে কেমন জমলো?

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় নায়ক মোশাররফ করিম এবং কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-র মধুমিতা চক্রবর্তী ওরফে ‘পাখি’ প্রথমবারের মতো ছোটপর্দায় জুটিবদ্ধ হয়েছেন। পাখি নামেই তিনি দুই বাংলায় অনেক পরিচিত। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নাটকে কাজ করলেন তিনি।

মোশাররফ করিম ও মধুমিতা অভিনীত টেলিছবিটির নাম ‘মেঘবালিকা’। টেলিছবিটির শুটিং হয়েছে ভারতের মানালিতে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে, বাড়ি থেকে প্রেমিকার জন্য পালিয়ে আসে পাখি পরে প্রেমিককে খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তখনই দেখা হয় মোশাররফ করিমের সঙ্গে। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

মহীউদ্দিন আহমেদের রচনায় পারভেজ আমিনের পরিচালনায় ‘মেঘবালিকা’ টেলিছবিটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। আর তাই টেলিছবিটির কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে ‘মেঘবালিকা’।



মন্তব্য চালু নেই