মোহাম্মদ আলীর কিছু স্মরণীয় উক্তি

গতকাল শুক্রবার না–ফেরার দেশে চলে যাওয়া সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদ মোহাম্মদ আলীর স্মরণে তাঁর কিছু স্মরণীয় উক্তি তুলে ধরা হল—

১. কুমিরের সঙ্গে কুস্তি লড়েছি, তিমির সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এই তো গেল হপ্তায় একটা পাহাড়কে খুন করে ফেললাম, আহত করলাম একটা পাথরকে, হাসপাতালে পাঠালাম একটা ইটকে। আমি এমনই ভয়ংকর যে ওষুধকেও অসুস্থ করে ফেলি!

২. কাল রাতে আমি এতটাই দ্রুত ছিলাম যে হোটেল রুমে লাইটের সুইচ বন্ধ করার পর আলো নিভে যাওয়ার আগেই পৌঁছে গেলাম বিছানায়।

৩. আমি বক্সিংয়ের নভোচারী। জো লুইস আর ডেম্পসি স্রেফ দুটো জেট পাইলট।

৪. আমাকে হারানোর স্বপ্ন দেখছ? তোমার উচিত এক্ষুনি ঘুম থেকে ওঠা এবং আমার কাছে ক্ষমা চাওয়া।

৫. দুটি জিনিস আছে, যেগুলোকে আঘাত করা কিংবা দেখা যায় না—ভূত আর মোহাম্মদ আলী।

৬. আমি গ্রেটেস্ট নই। আমি ডাবল গ্রেটেস্ট।

৭. বক্সিং হলো এমন একটা খেলা, যেটা দেখতে অনেক সাদা মানুষ আসে, আর দুটো কালো মানুষ একে অন্যের সঙ্গে বীরদর্পে মারামারি করে।

৮. চলে না যাওয়ার আগে কেউ বুঝতে পারে না, সে কী হারাল। যেমন প্রেসিডেন্ট কেনেডি—কেউ তাঁকে পছন্দ করত না। যেমন বিটলস—ওদের মতো আর কেউ কখনো আসবে না। যেমন আমার প্রিয়তম গায়ক এলভিস প্রিসলি—আমি ছিলাম বক্সিংয়ের এলভিস।



মন্তব্য চালু নেই