মোহাম্মদ কাইফের অভিনন্দনের জবাবে যা বললেন মোদি

ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-কে ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি লেখেন, উত্তরপ্রদেশ এবং উত্তরখন্ডে দর্শনীয় জয়ে বিজেপি ও নরেন্দ্র মোদিকে অভিনন্দন।

অবশ্য পাল্টা ট্যুইটে কাইফকে ধন্যবাদ জানাতে ভুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, হ্যাঁ, মানুষের এই বিপুল সমর্থন সত্যিই ঐতিহাসিক।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন কাইফ। সেই সময় তিনি বলেছিলেন, প্রয়োজন হলে ক্রিকেট ছেড়ে দেবেন। কিন্তু নির্বাচনে হারার পর ফের মাঠে ফেরেন কাইফ। ২০১৫ সালে তাঁকে স্বচ্ছ ভারত অভিযানের প্রচারদূত হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী। এখন রঞ্জি ট্রফিতে ছত্তীসগড়ের অধিনায়ক কাইফ। রাজনীতির সঙ্গে আর তাঁর সরাসরি যোগ নেই।



মন্তব্য চালু নেই