মৌসুম সেরা স্কোয়াডে বার্সার ১০ ফুটবলার

জুভেন্টাসকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা। এটা পুরনো খবর। তবে নতুন খবরও রয়েছে। উয়েফার টেকনিক্যাল ওভারসিস গ্রুপ নির্বাচন করেছে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা স্কোয়াড। আর সেখানে ১৮ জন খেলোয়াড়ের ১০জনই বার্সেলোনার। এ ছাড়া ৫জন স্থান পেয়েছেন জুভেন্টাস থেকে। ২ জন রিয়াল মাদ্রিদের। আর একজন চেলসির।

বার্সার দশজন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন মার্ক-আন্দ্রে টার স্টেগান, জেরার্ড পিকে, জর্ডি আলবা, জাভিয়ের মাসচেরানো, সার্জিও বুস্টকোয়েস্ট, আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিক, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার দ্য সিলভা। এদিকে রিয়াল মাদ্রিদের দুইজন তারকার মধ্যে রয়েছেন টনি ক্রুস ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বায়ার্ন মিউনিখের কোনো খেলোয়াড় এই স্কোয়াডে স্থান পাননি। যদিও তারা সেমিফাইনাল খেলেছে। তবে শেষ ষোলো থেকে বিদায় নিয়েও চেলসির খেলোয়াড় ব্রান্সলিভ ইভানোভিচ সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে।

১৮ জনের স্কোয়াড :

গোলরক্ষক : মার্ক-আন্দ্রে টার স্টেগান ও জিয়ানলুইজি বুফন।

রক্ষণভাগ : ব্রান্সলিভ ইভানোভিচ, জেরার্ড পিকে, জাভিয়ের মাসচেরানো, জর্জিও কিয়েলিনি ও জর্ডি আলবা।

মাঝমাঠ : ইভান রাকেটিক, সার্জিও বুস্টকোয়েস্ট, আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লাউদিও মার্চিসিও, আন্দ্রে পিরলো ও টনি ক্রুস।

আক্রমণভাগ : লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, নেইমার, আলভারো মোরাতা ও ক্রিস্টিয়ানো রোনালদো।



মন্তব্য চালু নেই