ম্যাককালামের চার ছক্কার অপেক্ষা!

টেস্ট ক্রিকেটে মাত্র তিনটি ছক্কা হাঁকালেই নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ছুঁয়ে ফেলবেন অ্যাডাম গিলক্রিস্টকে। টেস্ট ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্ট সর্বোচ্চ ১০০টি ছক্কা হাঁকিয়েছেন।

গিলক্রিস্টকে ছুঁতে ম্যাককালামকে আরো তিনটি ছক্কা মারতে হবে। অন্যদিকে চারটি ছক্কা হাঁকালেই অস্ট্রেলিয়ার প্রাক্তন হার্ডহিটার ব্যাটসম্যানকে টপকে যাবেন ম্যাককালাম।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুটি ছক্কা হাঁকিয়ে ৯৭ ছয় নিয়ে জ্যাক ক্যালিসের পাশে নিজের নাম লেখান ম্যাককালাম। ১৬৬ টেস্টে ক্যালিস হাঁকিয়েছেন ৯৭টি ছক্কা। অন্যদিকে ম্যাককালাম ৯৭টি ছক্কা পেতে ম্যাচ খেলেছেন ৯৫টি।

ম্যাককালামের উপরে আছেন শুধু ক্রিস গেইল ও অ্যাডাম গিলক্রিস্ট। ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান গেইল ৯৮টি ছক্কার মালিক। অন্যদিকে অসি ওপেনার ২০০৮ সালে অবসরে যাওয়ার আগে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছেন মোহাম্মদ রফিক। প্রাক্তন এই ক্রিকেটার ৩৩ ম্যাচে হাঁকিয়েছেন ৩৪ ছক্কা।



মন্তব্য চালু নেই