ম্যাচ নিয়ে কোহলি-আফ্রিদি-ধোনি যা বললেন

আট রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসা ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছে বিরাট কোহলির ৪৯ রানের ইনিংস। কিন্তু ৮৩ রানের স্বল্প পুঁজি নিয়েও মোহাম্মদ আমির যেভাবে বল করেছেন তাতে প্রশংসা আদায় করে নিয়েছেন প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যান কোহলির কাছ থেকে।

ম্যাচ শেষে কোহলি বলেন, আমির যে কাজটা করেছে তা অসাধারণ। তার ওই স্পেলটি খেলার অভিজ্ঞতা সত্যই দারুণ। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। সে তার ট্যালেন্ট দেখিয়েছে।

তবে এ হারের জন্য ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন পাক অধিনায়ক শহীদ আফ্রিদি।

তিনি বলেন, প্রথম পাঁচ/ছয় ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসলেতো আর আপনি ১৪০-১৫০ রানের চিন্তা করতে পারবেন না। চাপের মুখে কিভাবে ব্যাট করতে হয় সেটা আজ কোহলি-যুবরাজ দেখিয়েছে।

তবে রানটা ৮৩ না হয়ে ১০০ কিংবা ১১০ হলে ভারতের জন্য জয়টা কঠিন হতো বলে মনে করছেন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলার জন্য খেলোয়াড়দের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করেছেন তিনি।



মন্তব্য চালু নেই