ম্যানইউতে শোয়েনস্টাইগার

ইউরোপিয়ান দলবদলের বাজারে হঠাৎ চাঞ্চল্য। শেষের দিকে একের পর এক তারকাদের ক্লাব পাল্টানোর যেন হিড়িক পড়ে গেলো। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইকার ক্যাসিয়াসের এফসি পোর্তোয় যাওয়া নিশ্চিত হওয়ার আগেই শোনা গেলো, বায়ার্ন মিউনিখ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন মিডফিল্ডার বাস্তেইন শোয়েনস্টাইগার। বায়ার্নের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বায়ার্ন মিউনিখের সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়েছে, ‘শোয়েনস্টাইগারের বিষয়ে ম্যানইউর সাথে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছি।’

বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল হেইঞ্জ রুমেনিগে জানান, জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকা নিজেই ম্যানইউতে যোগ দেওয়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান তাকে। তিনি বলেন, ‘ক্যরিয়ারের শেষ দিকে এসে নতুন কিছু করার ভাবনা বাস্তেইন আমার কাছে প্রকাশ করে। একই সঙ্গে ম্যানইউ থেকেও আমার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছিল। দুয়ে দুয়ে চার মিলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত আমরা ট্রান্সফার চুক্তিতে সম্মত হই। দিনটা বায়ার্নের জন্য অবশ্যই কঠিন। কারণ আমরা ক্লাবের একজন সেরা খেলোয়াড়কে হারাতে যাচ্ছি।’

বায়ার্নের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি ছিল শোয়েনস্টাইগারের। শেষ পর্যন্ত ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউতে যোগ দিতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে শোয়েনস্টাইগার ম্যানইউ থেকে সাপ্তাহিত ১ লক্ষ ৮০ হাজার পাউন্ড করে পারিশ্রমিক পাবেন।

কার্ল হেইঞ্জ রুমেনিগে বক্তব্য দেওয়ার পরই নিজেদের ওয়েব সাইটে ম্যানইউও একটি বিবৃতি প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, ট্রান্সফার মোটামুটি নিশ্চিত। এখন শুধু দুয়েকটি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এরপরই শোয়েনস্টাইগারের শরীরে উঠছে রেড ডেভিলদের জার্সি।



মন্তব্য চালু নেই