ম্যান বুকার পেল কোরীয় উপন্যাস দ্য ভেজিটারিয়ান

মানুষের নির্মমতাকে প্রত্যাখ্যান করে মাংস খাওয়া বর্জন করা এক কোরীয় নারীর গল্প নিয়ে লেখা উপন্যাসদ্য ভেজিটারিয়ান এ বছরের ম্যান বুকার পুরস্কার জিতেছে। দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হান ক্যাং ও বইটির অনুবাদক ডেবোরাহ স্মিথ যৌথভাবে এ পুরস্কার পাচ্ছেন।

সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হান ক্যাংয়ের এই উপন্যাস সম্পর্কে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান বয়েড তংকিন বলেন, এটি ‘অবিশ্বাস্যভাবে শক্তিশালী ও মৌলিক’

বইটি কোরীয় ভাষা থেকে ইংরেজিতে যিনি অনুবাদ করেছেন সেই ডেবোরাহ স্মিথ কিন্তু অনেক বড় ভাষা পণ্ডিত নন। কেবল ২০১০ সাল থেকে তিনি কোরীয় ভাষা শিখতে শুরু করেছিলেন। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড ভাগাভাগি করে নেবেন এই মূল লেখক ও অনুবাদক।

ক্যাং ও ডেবোরাহ জুটিকে ম্যান বুকারের জন্য লড়তে হয়েছে নোবেল বিজয়ী ঔপন্যাসিক ওরহান পামুক, ইতালীয় লেখক এলেনা ফেরান্তি, অ্যাঙ্গোলার কথাসাহিত্যিক হোসে এদুয়ার্দো আগুয়ালুসা, চীনা লেখক ইয়ান লিয়াংকি ও অস্ট্রেলীয় ঔপন্যাসিক রবার্ট সিথালারের সঙ্গে।



মন্তব্য চালু নেই