মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

আব্দুর রহমান, সাতক্ষীরা : ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই স্লোগানকে সামনে রেখে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকালে জেলা মৎস্য অফিসের আয়োজনে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আনিছুর রহিম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ। এসময় দিবা নৈশ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী প্রমুখ।



মন্তব্য চালু নেই