যমুনায় নৌকাডুবিতে ২১ গরু নিখোঁজ

সিরাজগঞ্জ: এনায়েতপুরের যমুনা নদীতে ২৭টি গরু নিয়ে ডুবে গেছে নৌকা। এসময় ৬টি গরু সাঁতরে তীরে উঠলেও বাকি ২১টি গরু ও নৌকা নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চলছে উদ্ধার অভিযান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনায়েতপুর ঘাট থেকে গরুবোঝাই নৌকা টাঙ্গাইলের চারাবাড়ির উদ্দ্যেশে রওনা হলে এ ঘটনা ঘটে।

এনায়েতপুর নৌকা ঘাটের ইজারাদার মোক্তার হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৭টি গরু বোঝাই ইঞ্জিত চালিত নৌকা এনায়েতপুর ঘাট থেকে টাঙ্গাইলের চারাবাড়ির উদ্দ্যেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নৌকাটি যমুনা নদীতে তলিয়ে যায়। এসময় মাঝি ও গরুর বেপারিসহ ৬টি গরু সাঁতরে তীরে উঠলেও বাকি ২১টি গরুসহ নৌকাটি নিখোঁজ হয়। নিখোঁজ ২১টি গরুর মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে আকরাম হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় আমরা ৬টি নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছি। যমুনায় স্রোত না থাকলেও অসাবধানতাবসত এ দুর্ঘটনা ঘটতে পারে।



মন্তব্য চালু নেই