মানবতাবিরোধী অপরাধ :

যশোরের সাবেক এমপি সাখাওয়াত গ্রেফতার

একাত্তরের মানবতাবিরোধী মামলায় যশোরের সাবেক এমপি ও জামায়াত নেতা মাওলানা সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উওরখান থানার পুলিশ ওই এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সাখাওয়াতের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলা নম্বর ৫।

ওসি ইউনুস আলী বলেন, শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় উত্তরখানের মাস্টারপাড়ার শাহী মসজিদসংলগ্ন একটি বাসা থেকে সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। আগে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে থাকতেন। সম্প্রতি উত্তরখানের ওই বাসায় স্ত্রীসহ ওঠেন তিনি।

মাওলানা শাখাওয়াত হোসেনের বাড়ি যশোরের কেশবপুর থানায়। তিনি ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত জামায়াতের এমপি ছিলেন।



মন্তব্য চালু নেই