যশোরে গীর্জায় ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত : আহত ৩ ডাকাত

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ায় গীর্জায় গতরাত ১ টায় ডাকাতিকালে গণপিটুনিতে লালু মিয়া (৪২) নামে এক ডাকাত নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

নিহত ডাকাতের নাম লালু। তার বাড়ি মেহেরপুর জেলা শহরে। আহত ডাকাতরা হলেন- ফরিদপুর জেলার চরকৃষ্ণপুর গ্রামের আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম এবং মাদারিপুর জেলার দক্ষিণ কামারকান্দি গ্রামের সুজন।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির আহমেদ জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত শিমুলিয়া গ্রামের গীর্জায় হানা দেয়। ডাকাতরা এ সময় ১ লাখ ৭০ হাজার টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় গীর্জার লোকজনের চিৎকারে গ্রামবাসী সংগঠিত হয়ে ৪ ডাকাতকে ধরে ফেলে।

পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই লালু ডাকাতের মৃত্যু হয়। আহত হয় বাকী ৩ জন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। আহতদের প্রথমে ঝিকরগাছা এবং পরে যশোর হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ৩ জন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডাকাতি হওয়া টাকার মধ্যে ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনা সাথে জড়িত অন্যদেরও আটকের চেস্টা চলছে।



মন্তব্য চালু নেই