যাত্রা শুরু করলো বিশ্বের বৃহত্তম প্রমোদতরী

পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের বৃহত্তম প্রমোদ তরী ফ্রান্সের ‘হারমোনি অব দ্য সিজ’। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দর সেন্ট নাজায়ার থেকে এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। জাহাজটির পরীক্ষামূলক এ যাত্রা চলবে রোববার পর্যন্ত।

৭০ মিটার উঁচু বিশাল এই জাহাজটিকে দেখার জন্য সেন্ট নাজায়ার বন্দরে ভীড় জমিয়েছে হাজারো মানুষ। মার্কিন জাহাজ নির্মাতা কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল তৈরি করেছে জাহাজটি। এতে ব্যয় হয়েছে ১.১ বিলিয়ন ডলার।

আগামী দুই মাসের মধ্যে ফ্রান্সের কাছে ১ লাখ ২০ হাজার টন ওজনের হারমোনি অব দ্য সিজ হস্তান্তর করবে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে, ফ্রান্সের সেইন্ট-নাজায়ারের শিপইয়ার্ডে কাজ শুর হয় হারমোনি অব দ্য সিজ’র। ১৬ তলাবিশিষ্ট জাহাজটির দৈর্ঘ্য ৩৬২ মিটার, যা ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে ৫০ মিটার লম্বা। এটি ৬ হাজার যাত্রী ধারণে সক্ষম। জাহাজটিতে থাকবে ২ হাজার নাবিক।



মন্তব্য চালু নেই