যানজটে রাজধানীতে ভোগান্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার আয়োজনে বিভিন্ন সড়কে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানীবাসীকে।

শনিবার বেলা ১টায় হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর সড়ক পথে সরাসরি গণভবনে যান প্রধানমন্ত্রী। বেলা ২টায় তার গাড়ি বহর মহাখালী ফ্লাইওভার অতিক্রম করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে সকাল থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিছিল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে অবস্থান নিচ্ছিল।

দুপুর ১টা থেকে প্রধানমন্ত্রীর ফেরার এই সড়কের বিভিন্ন স্থানে পুলিশ চলাচল আটকে দিলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিমানবন্দরের উভয় পাশের সড়কে ১টার দিকে চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মহাখালীতে বাস চালক আব্দুল বাতেন বলেন, আধ ঘণ্টার উপর এখানে আটকে আছি।

গুলশান থেকে মহাখালীমুখী সড়ক আমতলীতে আটকে দেওয়ায় সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফার্মগেইট এলাকায় দীর্ঘক্ষণ ধরে গাড়ি না পাওয়ার কথা জানান চাকরীজীবী সায়েদ হোসেন।

ঈদের ছুটির পর গত কয়েকদিনে রাজধানীতে যানজট ছিল না বললেই চলে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও যানজটে পড়তে হয়।



মন্তব্য চালু নেই