যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের স্থান হবে কারাগারে

দেশে যারা সম্প্রদায়িক সম্প্রীতি নৎসাতের চেষ্টা করবে তাদেরকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। জঙ্গীবাদ সৃষ্টি করে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের স্থান হবে কারাগারে।

শনিবার ১০ অক্টোবর রাউজান পৌরসভা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রাউজান পূজা উদযাপন পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁিসয়ারী উচ্চারণ করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলুর পরিচালনায় এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, আলমগীর আলী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, নজরুল ইসলাম,সামিমুল ইসলাম সামু,সাধন মূহুরী,এডভোকেট দিলীপ চৌধুরী,বাসু দাশ সিংহ, সুভাষ দাশ গুপ্ত, নিহারন্দু বিকাশ দত্ত, দুলাল শীল, স্বপন দাশগুপ্ত, আশোক পালিত, সাংবাদিক প্রদীপ শীল, রবিন্দ্র লাল চৌধুরী, এডভোকেট অসীম কর্মকার,মিঠু চৌধুরী, আঞ্জন চৌধুরী,কমল কর, কনকন চৌধুরী, শিমুল সিংহ, সাধন তালুকদার, উজ্জল কান্তি দাশ, পল্টন দেব, জিকু দত্ত, বিপ্লব মহাজন,সুমন ঘোষ,দিলীপ দে, নুরুল আবছার, লিপটন দেব নাথ, সুবল দাশ গুপ্ত,সুমন দাশ গুপ্ত,রুবেল মহাজন প্রমূখ। উল্লেখ্য এবার রাউজানে ২১৮টি পূজা উদযাপন হচ্ছে।



মন্তব্য চালু নেই