যুক্তরাজ্যে অবৈধ শ্রমিকদের ‘৬ মাসের জেল’ হতে পারে

যুক্তরাজ্যের অভিবাসন আইন সংস্কার করা হচ্ছে। শিগগিরই এ-সম্পর্কিত বিল পার্লামেন্টে উত্থাপন করা হবে। এই বিলে অবৈধ শ্রমিকদের ছয় মাস কারাদ- দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারী অবৈধ শ্রমিকদের জন্য নতুন আইন প্রযোজ্য হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের বেলায় নতুন আইন প্রয়োগ করা হবে কি না, তা স্পষ্ট নয়। পার্লামেন্টের হেমন্ত অধিবেশনে বিলটি উত্থাপিত হবে।

বিলে আরো বলা হয়েছে, যেসব রেস্টুরেন্ট মালিক অবৈধ অভিবাসী শ্রমিকদের কাজ দেবে তাদেরকেও মাশুল দিতে হবে। এমনকি তাদের লাইসেন্স বাতিল করা হবে।

অভিবাসনমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেছেন, সুযোগের অপব্যবহারকারীদের বিরুদ্ধে সরকার দমনমূলক ব্যবস্থা অব্যাহত রাখবে। অভিবাসীদের নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যার মধ্যে অবৈধ অভিবাসীদের ছয় মাসের কারাদ-ের বিধান রাখার প্রস্তাব সবশেষ ঘটনা।

এদিকে যুক্তরাজ্য সরকার যদি এমন কঠোর আইনের দিকে যায়, তবে মহা সংকটে পড়বে দেশটিতে অবৈধভাবে থাকা কয়েক হাজার অভিবাসী।



মন্তব্য চালু নেই