যুক্তরাষ্ট্রকে বিশৃঙ্খলা না করার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে ‘বিশৃঙ্খলা সৃষ্টি না করার’ জন্য হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোদোং সিনমুনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যখন বলছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে দেশটির ওপর চাপ সৃষ্টির পথ খোঁজ হচ্ছে, ঠিক তখনই পিয়ংইয়ং এ হুঁশিয়ারি দিলো।

রোদোং সিনমুন বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আমাদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত হবে না। এ ধরনের কিছু হলে আগ বাড়িয়ে ব্যাপক শক্তিশালী হামলা চালানো শুরু হবে। এতে তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া ও এর আশপাশে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের দখলদার বাহিনীকে শুধু সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে না, যুক্তরাষ্ট্রের মূলভূখন্ডও ছাইয়ে পরিণত করা হবে।’

উত্তর কোরিয়া গত বছর থেকে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। চলতি সপ্তাহে দেশটি সামরিক কুচকাওয়াজে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে। পরের দিন আবার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। তবে এটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছ দক্ষিণ কোরিয়া।

এ পরিস্থিতিতে সোমবার এশিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাংবাদিকদের বলেছেন, ‘ এই দেশের (উত্তর কোরিয়া) জনগণের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং লক্ষ্য অর্জনে আলোচনার টেবিলে সব ধরণের সুযোগ রাখা আছে।’

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কোনো বিশেষ সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।

উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ধৈর্য্যের অবসান ঘটেছে উল্লেখে করে তিনি বলেন, ‘ কৌশলগত ধৈর্য্যের একটি সময়সীমা আছে। তবে সেই কৌশলগত ধৈর্য্যের যুগের অবসান ঘটেছে।’



মন্তব্য চালু নেই