যুক্তরাষ্ট্রের ভিসায় নিষেধাজ্ঞা আনছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে ভিসা ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আনতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কংগ্রেসের এক মুখপাত্র জানান, ভিসা ও শরণার্থী বিষয়ে বুধবার ওই ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ও এমন আভাস দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন।

শরণার্থীদের বিষয়েও কড়াকড়ি আরোপ করতে পারেন ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি ছিল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তৈরি করা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে সে সময় জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী সময়ে এসব বিষয়ে স্বর নরম করতে থাকেন তিনি।

এর আগে সোমবার ট্রাম্পের প্রেস সচিব সিন স্পাইসার জানান, প্রথম থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে একেবারে পরিষ্কার। সেটি হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকিস্বরূপ অবৈধ অভিবাসীদের ওপর নজর দিতে সংস্থাগুলোকে কাজ করতে হবে।

২০ জানুয়ারি অভিষেকের পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চমক দিতে থাকেন ট্রাম্প। এর মধ্যে ছিল ওবামা প্রশাসনের নিয়োগ দেওয়া কূটনীতিকদের চাকরি থেকে বরখাস্ত, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো বিষয়গুলো।



মন্তব্য চালু নেই