যুক্তরাষ্ট্রের সতর্কতা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

বাংলাদেশে পশ্চিমাদের ওপর হামলার আশঙ্কায় শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাস দেশটির নাগরিকদের সতর্ক থাকার যে পরামর্শ দিয়েছে তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে যুক্তরাষ্ট্র আশঙ্কার কথা জানায় কিন্তু তথ্যের উৎস দেয় না বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সতর্কতার বিষয়টিকে রুটিন ওয়ার্ক বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

যুক্তরাষ্ট্রের সতর্কতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা যদি বলতে হয় তাহলে সেটা প্রধানমন্ত্রীর কথাটাই নতুন করে বলতে হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবেই এসব ঘটছে।’ এই চক্রান্ত দেশ ও সরকারের বিরুদ্ধে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কার কথা জানায় কিন্তু তথ্যের উৎস দেয় না মন্তব্য করে মন্ত্রী বলেন, এর আগেও তারা আশঙ্কার কথা জানিয়েছিলে। এরপরই দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়। তারা তথ্যের উৎস জানালে নিরাপত্তার জন্য তা ভালো হতো।

কামাল বলেন, ‘এই চক্রান্তগুলো একইসূত্রে গাঁথা। তবে আমরা এসব বিষয়ে সতর্ক আছি। দেশ যখন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে তখন কিন্তু এসব চক্রান্ত হচ্ছে।’

মন্ত্রী আরো বলেন, ‘পূজা-আশুরাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা কিছু করতে পারে, এ আশঙ্কাকে মাথায় নিয়ে আমরা কাজ করছি। গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই বিদেশি হত্যার বিষয়ে আমরা অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছি। তাড়াহুড়া করছি না। আমরা কোনো জজ মিয়া কাহিনী বানাতে চাই না।’

দেশে উগ্র জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রণে আছে উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরকাতুল জিহাদ, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, আল-কায়েদা এসবই এক। মনোযোগ আকৃষ্ট করতে একেকবার একেক নাম নেয়। কিন্তু আইএসের অস্তিত্ব এদেশে নেই।’



মন্তব্য চালু নেই