যুক্তরাষ্ট্রের হাস্যকর ১৫ আইন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আইন রয়েছে। এসব আইনের কতগুলো খুবই হাস্যকর ও অদ্ভুত। এ ধরনের কয়েকটি আইন নিয়ে এ লেখা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওইয়ার্ড।

১. নেভাডা রাজ্যে গোঁফ আছে এমন কোনো ব্যক্তির কোনো নারীকে চুমু খাওয়া বেআইনি।

২. ফ্লোরিডায় কোনো ব্যক্তি গায়ে রবার গাছের আঠা মেখে জনসম্মুখে যেতে পারবেন না।

৩. নিউ জার্সিতে জনসম্মুখে গপগপ করে সুপ পান করলে আপনি গ্রেপ্তার হতে পারেন।

৪. নিউ হ্যাম্পশায়ারে আপনি গান শোনার সময় পা টোকা দিতে বা মাথা নাড়াতে পারবেন না।

৫. রোডস আইল্যান্ডে আপনি ট্রান্সপারেন্ট পোশাক পরতে পারবেন না।

৬. ওরিগন রাজ্যে আপনি যদি মহাসড়কে গাড়ি চালাতে গিয়ে কোনোভাবে শারীরিক সামর্থের পরীক্ষা দিতে যান তাহলে গ্রেপ্তারও হতে পারেন।

৭. কানসাস রাজ্যে চায়ের কাপে ওয়াইন পরিবেশন করা বেআইনি।

৮. মেইনে পালকের ডাস্টার দিয়ে কোনো নারীর থুতনির নিচে সুড়সুড়ি দেওয়া নিষিদ্ধ।

৯. পেনসিলভানিয়া রাজ্যে ডিনামাইট দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ।

১০. আলাবামা রাজ্যে পেছনের পকেটে কোন আইসক্রিম রাখা নিষিদ্ধ।

১১. ওহাইও রাজ্যে কোনো পুরুষ মানুষের ছবির সামনে পোশাক পরিবর্তন করা নিষিদ্ধ।

১২. কানেকটিকাট রাজ্যে শশার আচারের স্বীকৃতির জন্য তা অবশ্যই বাউন্স করার (অনেকটা বলের মতো) উপযোগী হতে হবে।

১৩. জর্জিয়া রাজ্যে কবরস্থানে পিকনিক করা নিষিদ্ধ।

১৪. হাওয়াই রাজ্যে কারো কানে কয়েন বা মুদ্রা রাখা নিষিদ্ধ।

১৫. টেনেসি রাজ্যে ফাঁপা কাঠের গুড়ি বিক্রি করা নিষিদ্ধ।



মন্তব্য চালু নেই