‘যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হলে বাংলাদেশে কেন নয়’

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে থেকে শিক্ষা নিন’-বিএনপি নেতাদের এমন আহ্বানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনারাও সে দেশের নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। কারণ, সে দেশে ক্ষমতাসীন দলের অধীনে ট্রাম্প নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আপনারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করুন। যুক্তরাষ্ট্র যদি ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না? তাই বিএনপি নেতাদের বলি, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যাঁদের সমর্থন দেবে, তারাই বিজয়ী হবে।’

আজ বুধবার তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। তাই আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। দেশের মানুষ চায় না একাত্তরের ঘাতক-খুনি ও রাজাকারদের আশ্রয়-প্রশ্রয়দাতারা আবার ক্ষমতায় আসুক। দেশের মানুষ চায় রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে।

স্বাচিপের সভাপতি ইকবাল আর্সলানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংসদ হাবিবে মিল্লাত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, স্বাচিপের সহসভাপতি কনক কান্তি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাচিপের মহাসচিব এম এ আজিজ।



মন্তব্য চালু নেই