যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বাংলাদেশে নয় ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি পৌঁছেছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলে দু’দেশের সেনাবাহিনী মেরামত এবং পুনঃসরবরাহের জন্য একে অন্যের স্থলসীমা, আকাশপথ এবং নৌঘাঁটি ব্যবহার করতে পারবে। এতে করে দু’দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরো একধাপ এগিয়ে গেল।

লজিসটিক এক্সচেঞ্চ মেমোরেনডাম অব এগ্রিমেন্টের ( এলইএমওএ) এই দ্বিপাক্ষীক চুক্তিকে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মনোহর পরিকর এবং মার্কিন পররাষ্ট্র সচিব আসতোন কারটার বলেন, এই চুক্তি ব্যবহারিক প্রবৃত্তি এবং বিনিময়ের সুযোগকে আরো সহজতর করবে।

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়নে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে আগ্রহী।

একটি বিবৃতি অনুযায়ী দু`দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক তাদের অংশগ্রহণ এবং স্বার্থে একে অপরের সঙ্গে ভাগাভাগির উপর ভিত্তি করবে।

এ বিষয়ে মনোহর পরিকর বলেন, এই চুক্তির ফলে ভারত এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিভিন্ন যৌথ অভিযান, সামরিক কাজে এবং মানবিক সহায়তা প্রদানে একে অন্যকে আরো সহজভাবে সাহায্য সহযোগিতা করতে পারবে।



মন্তব্য চালু নেই