যুবলীগ নেতা হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

গাজীপুরে যুবলীগ নেতা জালাল উদ্দিন সরকারকে হত্যার দায়ে ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ফরহাদ সরকার, বেলায়েত হোসেন বিল্টু, ফারুক হোসেন, আতাউর রহমান, জয়নাল আবেদীন ও আহমদ আলী আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া জজ মিয়া, আলামিন, মাহবুবুর রহমান, আহিম ফকির ও জুয়েল মামলার পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে বলখেলা বাজার এলাকায় কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল সরকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আসামিরা।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৭ নভেম্বর বিচারক মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দণ্ডিতরা সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।



মন্তব্য চালু নেই