যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

আবারও পাকিস্তানের পাশে থাকার কথা জানালো চীন। এবার যেকোনো পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়াবার ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দৈনিক পাকিস্তান উর্দূর।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে। তবে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারসাম্য বজায় রাখতে চায় দেশটি। পাক-ভারত সম্পর্ক উন্নয়নের জন্য মধ্যস্থতা করার কথাও জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

পাক-ভারত সম্পর্ক আর অবনতি হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দু’দেশের উত্তেজনা কমাতে আমরা কাজ করছি।’

এর আগে উরির হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছিল চীন। পাকিস্তানের লাহোর নগরীতে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইউ বোরেন তখন বলেন, যেকোনো বিদেশি আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন থাকবে চীনের।

সম্প্রতি উরি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ১৮ জন ভারতীয় সৈন্য নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাক-ভারত যুদ্ধ উত্তেজনা শুরু হয়। ইতোমধ্যে ভারত পাকিস্তানে হামলা করে দুই পাক সেনা হত্যা করলে পাকিস্তান পাল্টা হামলা করে ভারতের ১৪ সেনা হত্যার খবর প্রকাশ করে পাক মিডিয়া।



মন্তব্য চালু নেই