যেখানে মৃত মানুষের শেষকৃত্য করা হয় আনন্দ উৎসবের মাধ্যমে (ভিডিও)

২০০৮ সালের ঘটনা l আমার বাবা আর আমি বেড়াতে গেছি নরওয়েতে l অসলোর যে বাড়িতে আমরা উঠেছিলাম, একদিন দেখি তার নীচ তলার ফ্লাটে বিরাট অনুষ্ঠান হচ্ছে l ব্যাক ইয়ার্ডে বড় সামিয়ানা খাটানো হয়েছে, টেবিল চেয়ার পাতা হয়েছে l জোরে জোরে ধুম ধাড়াক্কা গান বাজছে l

qwerty

আফ্রিকান কোনো একটি দেশের প্রবাসী কমিউনিটির নারী, পুরুষ ও শিশুরা জড়ো হয়েছে সুন্দর পোশাক পড়ে l কেউ কেউ গানের তালে হই হই করে নাচছে, বাকিরা হাততালি দিচ্ছে, খুশিতে ফেটে পড়ছে l টেবিলের উপর বিভিন্ন রকম খাদ্য, পানীয় সাজানো আছে l কেউ খাওয়া দাওয়া করছে, কেউ ছবি তুলছে l মনে হলো বিশেষ কোনো আনন্দ উৎসব, বা বিয়ে শাদী ধরনের অনুষ্ঠান চলছে, যদিও বর কনে দেখা গেল না l

fhjgkl

যাহোক, বিকেলের দিকে আমরা নিচে নেমে এসেছি বাইরে যাব বলে l গেটের ধারে দেখা হলো অনুষ্ঠানে আসা কয়েকজন অতিথির সাথে l ওরা অভিবাদন জানালো l জিজ্ঞেস করলাম কিসের উৎসব l বলল, এ বাড়ির একজন বাসিন্দা মারা গেছে তো, তাই ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জমায়েত হয়েছে শেষকৃত্য করতে l এটা সেই উৎসব l

ভিডিওটি দেখতে নিচের লিংক ক্লিক করুন :



মন্তব্য চালু নেই