যেভাবে চুল আঁচড়ালে চুল পড়বে না

মাথার চুল নিয়ে কতই না চিন্তা-ভাবনা করতে হয়। ভাল তেল বা শ্যাম্পু, কন্ডিশনিং করলেই চুলের যত্ন শেষ, এ ধারণা কিন্তু একেবারেই ভুল। চুলের যত্নে গুরুত্বপূর্ণ, কীভাবে মাথা আঁচড়াচ্ছেন তাও।

অনেক পুরুষই স্নান সেরে কোনও ভাবে চুলে হাত বুলিয়েই কাজ সেরে নেন। কিন্তু, এটি সঠিক পদ্ধতি নয়, এর ফলে অল্প বয়সে মাথার চুল পড়ে যেতে পারে। তাই চুলের যত্নে চিরুনি কেমন হওয়া চাই তা নিয়েই রইল ছোট্ট কয়েকটি টিপস্।

১. যাদের চুল একটু মোটা প্রকৃতির, তারা মোটা দাঁড়ের চিরুনি ব্যবহার করুন। অপেক্ষাকৃত যাদের চুল একটু পাতলা, তারা ব্যবহার করুন সরু চিরুনি। তবে, চিরুনি যেন নরম হয়। নাহলে আপনার স্কাল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. চুলের যত্নে হেয়ার ব্রাশের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেয়ার ব্রাশ চিরুনির তুলনায় নরম হওয়ায় স্কাল্পে আঘাত লাগার কোনও আশঙ্কা থাকে না। যাদের চুল ছোটো, তাদের জন্য একদম উপযুক্ত হেয়ার ব্রাশ।

৩. হেয়ার এক্সপার্টরা বলেন, দিনে অন্তত ২ বার চুল আঁচড়ানো উচিত। প্রতিবারই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে আঁচড়ান। এভাবে ১০-১৫ মিনিট ধরে দু’দিকেই আঁচড়ান। এতে রক্ত সঞ্চালন ভালো হয়।



মন্তব্য চালু নেই