যেভাবে পাওয়া যাবে ১০ টাকা কেজি চাল

সরকারের উদ্যোগে দশ টাকা কেজি দরে চাল বিক্রয় কর্মসূচির আওতায় মন্দা মওসুমে সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের খাদ্য নিশ্চিত করতে চাল সরবরাহ করা হবে।

এই কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারগুলোর জন্য একটি বিশেষ কার্ড ইস্যু করা হবে। কার্ডধারী প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল দেয়া হবে।

সমাজে দরিদ্র নারীপ্রধান পরিবার, বিধবা পরিবার, তালাকপ্রাপ্ত পরিবার এবং দরিদ্র পরিবার এই খাদ্য সহায়তা পাবে। এ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পযর্ন্ত এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে এই কর্মসূচির জন্য সাড়ে পাঁচ লাখ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি কমিটি সুবিধা প্রাপ্তদের একটি তালিকা তৈরি করবে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি এই তালিকা চূড়ান্ত করবে।

এই কর্মসূচি পরিচালনার জন্য এলাকায় সুবিধাপ্রাপ্ত প্রতি পাঁচশ পরিবারের জন্য একজন করে ডিলার থাকবেন। মনোনয়ন কমিটির দেয়া তালিকা অনুযায়ী ডিলার তাদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় করবে।



মন্তব্য চালু নেই