যেসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৪৮ জেলার ৮৭ উপজেলার ৬১৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে এই ভোটগ্রহণ। আর কেন্দ্র দখল ও সহিংস ঘটনায় এরই মধ্যে বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো তথ্য:

চাঁদপুর : জেলার ফরিদগঞ্জ রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করায় এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

লক্ষ্মীপুর : জেলার রায়পুর উপজেলা সোনাপুর ইউনিয়নের সেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত করা হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে স্থগিত করা হয়েছে।

মেম্বার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রার্থীর লোকজন জোর করে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট ছিনতাই করে সিল দেয়। এ ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করে রির্টানিং অফিসার। এদিকে, ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার তপন চক্রবর্তী নিরাপত্তাজনিত কারণে ওই কেন্দ্রটি বাতিল বলে ঘোষণা দেন।



মন্তব্য চালু নেই