যেসব ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

খুব বেশি সময় বাকি নেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। বছর ঘুরলেই শুরু হবে ক্রিকেটের এ জমজমাট আসরের।

এই আসরের দিন-ক্ষণ বেশ আগেই নিশ্চিত করে আইসিসি। কোথায় ফাইনাল ম্যাচ বসবে এছাড়া কোন কোন ভেন্যুতে এই ক্রিকেট যুদ্ধ মাঠে গড়াবে এই নিয়ে ছিল একটি গোলক ধাঁধাঁ।

তবে এবার সমাধান এসেছে এই অংকের। ২০১৬ সালের ১১ মার্চ শুরু হবে টুর্নামেন্ট৷ কলকাতায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল৷

অন্যান্য ম্যাচগুলোর ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বই, নাগপুর ও নয়াদিল্লিকে৷ ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানান, এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় আমরা গর্বিত৷

তিনি জানান, ক্রিকেটবিশ্বকে আমরা এই বিষয়টি নিশ্চিত করতে পারি যে, আমরা নজরকাড়া আয়োজন করতে যাচ্ছি।



মন্তব্য চালু নেই