যে কারণে পরকীয়া করেন বিবাহিত নারীরা

পরকীয়া সম্পর্ক কম বেশি সব দেশেই রয়েছে। নারী কিংবা পুরুষ উভয়েই পরকীয়া সম্পর্কে জড়ান। তবে এই সম্পর্ক সামাজিকভাকে কেউ স্বাবাভিক ভাবে মেনে নেয় না। তবে কেন মানুষ পরকীয়া সম্পর্কে জাড়ান একদল গবেষক তার কিছু কারণ খুঁজে বের করেছেন। চলুন পাঠক জেনে নেই সেই কারণগুলি।

একাকীত্ব

বলা হচ্ছে, বিবাহিতাদের মধ্যে অনেকেই গৃহবধূ। চাকরি করলেও, বেশিরভাগ মহিলাই সন্ধের মধ্যে ঘরে ফেরেন। কিন্তু তাঁদের স্বামীদের ফিরতে দেরি হয়। অনেকের স্বামী আবার অন্য শহরে বা দেশে কাজ করেন। এর ফলে বিবাহিতাদের মধ্যে একাকীত্ব বাড়ে। এবং তা থেকেই পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বাড়ে।

লালসা

বিবাহিত জীবনে যৌন-সম্পর্কে অতৃপ্তি রয়েছে দু’নম্বর কারণ হিসেবে।

স্বামীর মনোযোগের অভাব

বিবিধ কারণে অনেকের ক্ষেত্রেই স্বামী যথাযথ মনোযোগ দেন না। তা থেকেই আসে হতাশা। পরিণতি, পরকীয়া।

বৌদ্ধিক তারতম্য

স্বামী এবং স্ত্রীর মধ্যে বৌদ্ধিক তারতম্য, বা ইন্টেলেকচুয়াল ডিফারেন্সও পরকীয়ার আর এক কারণ।

অর্থ এবং ক্ষমতা

ভারতে দেখা গিয়েছে, পরপুরুষের অর্থ এবং ক্ষমতার মোহে অনেকে ঘর ছেড়েছেন। তবে ভারতীয় নারীদের মধ্যে এই প্রবণতা কমই।



মন্তব্য চালু নেই