যে কারণে বাংলাদেশ আসছেন না সেই আম্পায়ার

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজকে সামনে রেখে আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। অভিজ্ঞ তিন আম্পায়ারকে বাংলাদেশ-ভারত সিরিজে নিয়োগ দিয়েছে আইসিসি। তারা হলেন রড টাকার, কুমার ধর্মসেনা এবং নাইজেল লং।

এছাড়া বাংলাদেশি দুই আম্পায়ার এনামুল হক মনি এবং শরীফুদ্দোল্লাহ সৈকতকেও ৫ সদস্যের আম্পায়ার প্যানেলে রেখেছে আইসিসি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছিল অভিজ্ঞ নাইজেল লংকে। এবার বাংলাদেশ-ভারত সিরিজেও দেখা যাবে তাকে।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত দেয়ার কারণে পাকিস্তানের আলিম দারকে বাংলাদেশে পাঠাতে রাজি হয়নি আইসিসি। অবশ্য বিসিবির পক্ষ থেকে কোনো আম্পায়ায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, আলিম দার বাংলাদেশে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় বাংলাদেশে পাঠাচ্ছে না আইসিসি।



মন্তব্য চালু নেই