যে কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ পিছিয়ে যাওয়ায় ক্রিকেট ভক্তদের দৃষ্টি ছিল ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার প্রস্তাবিত টেস্ট সিরিজের দিকে।

আগামী দুই মাসের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিরিজটি আপাতত বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ড চেয়েছিল নভেম্বরের দিকে বাংলাদেশ সফরে আসতে। কিন্তু ঐ সময়টায় বিপিএলের চতুর্থ আসর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ নিয়ে গণমাধ্যমে বললেন, এদিকে আগামী ২২ এপ্রিল থেকে ঢাকা প্রিমিয়ার লিগের আসর শুরু হবে। তাই এই সময়টাও বাংলাদেশকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তিনি বলেন, ‘নভেম্বরের বাইরে এপ্রিল কিংবা মে মাসে সিরিজের সম্ভাবনা থাকলেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) এর কারণে তা সম্ভব হচ্ছেনা।’



মন্তব্য চালু নেই