যে কারণে ভাইরাল হলো তরুণীর বাথরুম এমএমএস [ভিডিও]

এক তরুণীর বাথরুম এমএমএস [মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস] সম্প্রতি ভারত সহ আশপাশের দেশগুলোতে ভাইরাল হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। কি আছে এই ভিডিওটিতে যে কারণে এটি ভাইরাল হলো? খোঁজ নিয়ে জানা যায়, এই এমএমএসটি পরিকল্পিত ভাবেই নির্মাণ করা হয়েছে। যেখানে দেখা যায় একজন তরুণী বাথরুমে প্রবেশ করেন। তিনি তার পোশাক খুলতে থাকেন। কিন্তু একটি পর্যায় গিয়ে তিনি তার অন্তর্বাসগুলো খুলেন না। মজাটা মূলত এখানেই।

এরপরই তরুণী তার এই কাণ্ড ঘটানোর ব্যাখ্যা দিতে থাকেন। তিনি পানির অপচয় রোধ করতে বলেন। ভারতে পানির সংকটের তথ্য দেন, পানি সঞ্চয় করতে বলেনসহ পানি বিষয়ক নানান বার্তা দেন তিনি।

abtu

ভিডিওটির প্রথম দৃশ্যগুলো দেখে যারা আগ্রহী হয়েছিলেন পরের দৃশ্যগুলো দেখতে তারা অবশ্য হতাশ হয়েছেন। আর এসব কারণেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে বলে ধারণা অনেকের।

বিশ্ব পানি দিবস উপলক্ষে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছিলো। এবং উদ্যোগতারা চেয়েছিলেন এটি ভাইরাল হোক। তাই তারা কৌশলগ ভাবেই একজন সুন্দরী তরুণীকে বেছে নিয়েছিলেন মডেল হিসেবে। এবং তারা সফল হয়েছেন।

abtua

ভিডিও:



মন্তব্য চালু নেই