যে কারণে সৌম্য সরকারকে বাদ দিয়েছে বিসিবি

অভিষেকের পরেই ধারাবাহিকভাবে খেলে আসছেন সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতে বাংলাদেশ। বাংলাদেশের জয়ী দুটি ম্যাচেরই নায়ক তিনি।

একটি ম্যাচে ৮৮ ও অন্য ম্যাচটিতে ৯০ রান করে সিরিজ সেরাও নির্বাচিত হন এই সৌম্য সরকার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও পরে একাদশ থেকে বাদ দেয়া হয় তাকে।

বাংলাদেশের ৭৮ তম টেস্ট ক্রিকেটার হিসাবে একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। কিন্তু একাদশে নেই সৌম্য সরকার। বিসিবির টিম ম্যানেজার খালেদ মাহমুদ জানান টিম কম্বিনেশনের কারণেই নাকি সৌম্য একাদশে নেয়া হয়নি।

দলের সমন্বয়ের কারণেই তাকে একাদশের বাইরে রাখা হয়েছে মত দেন তিনি। সৌম্যকে টেস্টে না নেয়ার এটাই একমাত্র কারণ বলে জানান তিনি।

স্পিনার হিসাবে তাইজুল ইসলাম ও যুবায়ের হোসেন দলে রয়েছেন। রুবেলের জায়গায় পোসার শহীদকে নেয়া হয়েছে। শহীদের সাথে রয়েছেন মুস্তাফিজ। স্পিনে রয়েছেন রিয়াদ, সাকিব, যুবায়ের ও তাইজুল।



মন্তব্য চালু নেই