যে গ্রামটি শুধুই শেয়ালের জন্য

মনে করুণ আপনি কোন এক অজানা গ্রামে ছুটি কাটাতে গেছেন। ঠিক এই মুহুর্তে শত শত শেয়াল আপনার চারপাশ ঘিরে ধরেছে এমন পরিস্থিতিতে নিশ্চয় আপনি ভয় পাবেন, তাই না? অবাক হলেও বিষয়টি সত্য। জাপানের মিয়াগি অঞ্চলের গহীন বনের একটি গ্রামের এটি প্রতিদিনের চিত্র।

তোরি গেট পার হওয়ার পর দেখা যাবে গ্রামের একটি পুরাতন মন্দিরের পাহারা দিচ্ছে পাথরের তৈরি শেয়ালগুলো। মনে হতে পারে শেয়ালগুলো দর্শনার্থীদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। আরেকটু পথ অতিক্রম করলেই দলে দলে জীবন্ত শেয়ালগুলো আপনাকে ঘিরে ধরবে। আপনার কাছে আদর চাইবে। খাবার চাইবে। আপনি চাইলেই ঘুরতে থাকা শেয়াল ও খরগোশগুলোকে খাওয়াতে পারবেন, কোলে তুলে আদর করতে পারবেন। আশ্চর্যজনক বিষয়, সাধারণ শেয়ালের মত ধূর্ত বা লাজুক নয় এরা।

এদের আচরণ একদম গৃহপালিত কুকুর বা বিড়ালের মত। এরা আপনার কাছে বিভিন্ন আবদার ধরবে, খাবার চাইবে, আপনার গায়ে চড়ে বসবে। রূপালী, মিশ্র, প্লাটিনাম, বরফ নীল, ধুসর এবং জাপানী স্থানীয় মিলে ছয় রকমের বিভিন্ন গঠনের শেয়ালের সন্ধান পাওয়া যায় এখানে।
সূত্র রিপ্লাইস ডট কম।



মন্তব্য চালু নেই