যে বছর এভারেস্টের চূড়ায় উঠতে পারেনি একজনও!

১৯৭৪ সালের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত এমন একটি বছরও কাটেনি, যে বছর মানুষ মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠতে পারেনি। তবে এবার সেই ছন্দ কাটাল ২০১৫ সালে এসে৷ গত বছর এভারেস্টের চুড়ায় উঠতে পারেনি কোনও পর্বতারোহী৷ তার কারণ ২০১৫ সালে সবচেয়ে বেশি পর্বতারোহীর মৃত্যু হয়েছিল হিমালয়ের কোলে৷ গত এপ্রিল মাসে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮৷ আর তখনি তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ২৪ জন পর্বতারোহীর৷

ইতিহাসের পাতায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে এটাই ছিল ভয়ঙ্করতম দিন৷ তবে তখন ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল প্রায় আট হাজার মানুষের৷ আর আহত হয়েছিলেন ২১ হাজারেরও বেশি মানুষ৷ প্রকৃতির এই তাণ্ডবের পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মাউন্ট এভারেস্টের পথ৷

প্রথমবার তুষারধসের পরও পর্বতারোহীদের অভিযান বাতিল না করার আবেদন জানিয়েছিলেন নেপাল সরকার৷ কিন্তু মে মাসের প্রথমে দ্বিতীয়বার ভূমিকম্পের পর ফের পর্বতাভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়৷ ২০১৫ সালে এভারেস্ট জয়ের পথে অন্যতম বাধা ছিল এই প্রাকৃতিক বিপর্যয়ও৷



মন্তব্য চালু নেই