যে সূরাটিতে সব আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে!

হজরত ওকবা ইবনে আমের বর্ণনা করেন, আল্লাহর রাসূল (সা) বলেছেন, আমি তোমাদেরকে এমন সূরার কথা বলছি, যা তাওরাত, ইঞ্জিল, জবুর এবং কোরআন সব কিতাবেই অবতীর্ণ হযেছে। সেই সূরাগুলো মধ্যে একটি সূরা হলো ইখলাস । রাসূল (সা) বলেন, রাতে তোমরা ঘুমাতে যেয়ো না সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ না করে। বর্ণনাকারী সাহাবি ওকবা (রা) বলেন, সেদিন থেকে আমি কখনও এ আমল পরিত্যাগ করিনি। (ইবনে কাসীর) তা ছাড়া আবু দাউদ, তিরমিজি এবং নাসায়ীর এক দীর্ঘ বর্ণনায় রাসূল (সা) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করবে, তবে তা-ই তাকে বিপদ-আপদ থেকে মুক্ত রাখার জন্যে যথেষ্ট হবে। (ইবনে কাসীর)



মন্তব্য চালু নেই