যে সৌন্দর্য লুকায়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্য্যের অপূর্ব লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম প্রকৃতির কথা কারোরই অজানা নয়।অগণিত লুকায়িত সম্পদের ভীড়ে অন্যতম আকর্ষণ “চালন্দা গিরিপথ”। প্রাকৃতিক ঝরনা, পাহাড়ের প্রাণজুড়ানো রূপে বহুদিন ঢাকা পড়েছিল চালন্দা গিরিপথের সৌন্দর্য। সম্প্রতি রহস্যপ্রেমী কিছু উদ্দমী তরুনের অভিযাত্রার মাধ্যমে প্রকাশ পায় চালন্দা’র সৌন্দর্য।

12735722_974187179296125_458089356_nশহর থেকে প্রায় ২২ কিঃমিঃ দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির ছড়ার পানি দিয়ে ৫০মিনিট পশ্চিমে হাটার পর ছড়ার বামে বা দক্ষিনে এই রহস্যময় মায়াবী সৌন্দর্য উপভোগ করা যাবে। সেখানে হাটু পরিমাণ পানি আছে কিছু কিছু জায়গায়। পাহাড়ের বিশুদ্ধ পানি সমৃদ্ধ এ গিরিপথ ধরে এগুতে থাকলে দেখা যাবে সেখানে পাহাড়ের আদা-সরিষাসহ বিভিন্ন ফসলের চাষাবাদের অভূতপূর্ব দৃশ্য।
12714074_974187339296109_1877539033_nপ্রকৃতিপ্রেমী শিক্ষার্থীরা প্রায় প্রতিদিনই উপভোগ করতে যাচ্ছেন নয়নাভিরাম সে সৌন্দর্য। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে একটি দর্শনীয় স্থানে রূপ দিতে। চবি’র শিক্ষার্থীদের সামনে চালন্দা গিরিপথের ভয়ানক সৌন্দর্য তুলে ধরতে ছবি তুলেছেন মাইনুল ইসলাম শিমুল।
12735671_974187335962776_147117940_n12735688_974187355962774_981753599_n
12746488_974187319296111_1397749569_n



মন্তব্য চালু নেই