যে ১০টি কারণে কিনতে পারেন নতুন বাজেট ফোন নোট ৫

কুলপ্যাডের নতুন ফোন নোট ৫ লঞ্চ হল সম্প্রতি। এই বাজেট ফোনের দাম মাত্র ১০,৯৯৯ টাকা। ফোনটি কেনা যাবে একমাত্র অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এই বাজেট ফোনের স্পেকস এককথায় অসাধারণ। এক ঝলকে দেখে নিন স্পেকস এবং জেনে নিন কোন ১০টি কারণে এই ফোন ভ্যালু ফর মানি—

১. ৫.৫ ইঞ্চি স্ক্রিন এবং ২.৫ডি ফুল এইচ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে এই ফোনের সেরা স্পেকসের অন্যতম। ১১ হাজার টাকার ফোনে এমন ডিসপ্লে খুব কম সেটেই রয়েছে।

২. ১.৫ গিগাহার্টজ অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর ও ৪ জিবি র‌্যাম অর্থাৎ ফোন চলবে দুরন্ত এবং গেম খেলার পক্ষে বেশ ভাল।

৩. ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৬৪ জিবি পর্যন্ত।

৪. ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশ-সহ।

৫. অ্যানড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের এই বাজেট ফোনে রয়েছে সাম্প্রতিক প্রযুক্তি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

৬. এই ফোনের সেরা স্পেক হল ডুয়াল অ্যাপস সিস্টেম। অর্থাৎ একটি ফোন থেকেই দু’টি ফেসবুক, দু’টি হোয়াটসঅ্যাপ, দু’টি মেসেঞ্জার অ্যাকাউন্ট ম্যানেজ করা সম্ভব।

৭. ৪০১০ এমএএইচ ব্যাটারি ব্যাক আপ এই ফোনের সেরা স্পেকস-এর অন্যতম।

৮. এই ফোনটি ডুয়াল সিম এবং ফোরজি ভিওএলটিই সাপোর্ট রয়েছে অর্থাৎ রিলায়েন্স জিও পরিষেবার জন্য উপযুক্ত।

৯. ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রয়েছেই।

১০. অন্যান্য কমন সেন্সরের পাশাপাশি এই ফোনে রয়েছে কম্পাস বা ম্যাগনেটোমিটার সেন্সর। এই সেন্সর ফোনে থাকলে যে কোনও কম্পাস অ্যাপ ব্যবহার করা যাবে।



মন্তব্য চালু নেই