যৌনকর্মী নয়, খদ্দেরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইন পাশ

অর্থের বিনিময়ে যৌনতা কিনলে যৌনকর্মী নয়, খদ্দেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন পাস করেছে ফ্রান্স।

দেশটির নতুন আইন অনুযায়ী, যারা কোন যৌনকর্মীর কাছ থেকে সেবা নেবেন, সেসব খদ্দেরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও ৩ হাজার ৭৫০ ইউরো বা প্রায় চার লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে থাকা এর আগের আইনে এ ধরণের ঘটনায় যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন কর্মীদের বিরুদ্ধে নয়, তাদের ক্রেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

বিলটির পক্ষে ভোট দেওয়া একজন সংসদ সদস্য বলেন, এই আইনের উদ্দেশ্য এটাই যাতে, যেসব যৌনকর্মীরা এই পেশা ছেড়ে যেতে চান, তারা যেন সেই সুযোগ পান। কারণ এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হবে।

জানা গেছে, দুই বছর আগে আইনটি পাসের উদ্যোগ নেওয়া হলেও, পার্লামেন্টের দুই কক্ষের মত ভিন্নতার কারণে সেটি আলোর মুখ দেখেনি।



মন্তব্য চালু নেই