যৌন নির্যাতনকারীকে রাসায়নিকভাবে নপুংসক করবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু নির্যাতনকারীকে রাসায়নিক পদ্ধতিতে নপুংসক করে দেয়া হবে। দেশটিতে শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধের জন্য এ পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেল এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটিতে শিশুদের ওপর চাঞ্চল্যকর যৌন নির্যাতন ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ প্রাসেতিও বলেন, এ জাতীয় শাস্তি দেয়া হলে এমন অপরাধ করার আগে যে কেউ হাজারবার চিন্তা-ভাবনা করবে। প্রেসিডেন্ট জোকো উইডোডো’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ শাস্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট এ সংক্রান্ত ফরমান জারি করবে বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এতে সংসদের ভোটাভুটি ছাড়াই এটি আইনে পরিণত হবে। এ আইনে শরীরে ইনজেকশনের মাধ্যমে স্ত্রী হরমোন ঢুকিয়ে দিয়ে শিশুর ওপর যৌন নির্যাতনকারীকে নপুংসক করে দেয়া হবে।

পোল্যান্ড এবং আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যে যৌন নির্যাতনকারীদের এ জাতীয় শাস্তি দেয়ার প্রচলন রয়েছে। এশিয় দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া প্রথম এ শান্তির আইন প্রণয়ন করে। ২০১১ সালে দেশটি এই আইন প্রণয়ন করেছে।



মন্তব্য চালু নেই