রংপুরে গুলিতে জাপানের নাগরিক নিহত : আটক ২

রংপুর নগরীর মাহিগঞ্জ আলুতারি এলাকায় হোসি কোনিও (৬৬) নামের জাপানের এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুলিশ জাকারিয়া বালা ও হুমায়ুন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিকশায় করে আলুতারি এলাকায় একটি আলু ও ঘাসের বীজ তৈরি প্রকল্পের কাজ পরিদর্শনে যাচ্ছিলেন হোসি কোনিও। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, ডান কাঁধে ও হাতে গুলি লাগে। পরে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জাপানি নাগরিক রংপুরে বেশ কিছুদিন ধরে অবস্থান করলেও বিষয়টি পুলিশকে অবহিত করা হয়নি। এমনকি রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লায় জাকারিয়া বালা নামে এক ব্যক্তির বাসায় বসবাস করতেন বলে তিনি শুনেছেন।

তিনি আরো জানান, হোসি কোনিও আলুতারি এলাকায় একটি আলু ও ঘাসের বীজ উৎপাদন প্রকল্পের কাজ দেখাশোনা করতেন। কারা কী উদ্দেশ্যে তাকে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, নিহত জাপানি নাগরিক হোসি কোনিওর কাছে পাওয়া পাসপোর্টে দেখা গেছে, তিনি এক বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন।



মন্তব্য চালু নেই