রংপুর বিভাগে নির্বাচনের মাঠে নেই জামায়াত

রংপুর বিভাগের আট জেলায় পৌর নির্বাচনের মাঠে নেই জামায়াত শিবিরের নেতা-কর্মীরা। পঞ্চগড়ে একজন জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রংপুর বিভাগের ৮ জেলায় খবর নিয়ে জানা গেছে, এ বিভাগে মেয়র পদে জামায়াতের কোন প্রার্থী নেই। কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী থাকলেও তারা দলের কোনো দায়িত্বশীল পদে নেই। তার মধ্যে পঞ্চগড়ে জামায়তের আমির মাওলানা আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক জামায়াত নেতা বলেন, সরকার জামায়াত শিবির ‘নিধনের’ প্রক্রিয়া শুরু করেছে। জামায়াত শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ভয়ে বাড়ি ঘরে থাকতে পারছে না। তারা পলাতক জীবন কাটাচ্ছেন। তার ওপর দলীয় প্রতীকে সরকারের নির্বাচন খেলা। কারণ যারা জামায়াতের প্রতীক নিয়ে নির্বাচন করবে তারা সরকারের টার্গেটে পড়বে। তাই এবার নির্বাচনে জামায়াতের উপস্থিতি অনেকটাই কম। তবে অনেক জেলায় জামায়াতের নেতারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।



মন্তব্য চালু নেই